ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২১:৩৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদা জিয়াকে দেখতে যাবে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৫:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড আজ শনিবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাকে দেখতে যাবেন।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের সদস্যরা হলেন-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজির অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারির অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষুর সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিকেল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

 

এ ব্যাপারে জেলার মাহবুবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে আমাদের লিখিতভাবে জানানো হয়েছে, শনিবাল বেলা সাড়ে ১১টায় মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে আসার কথা রয়েছে। চিকিৎসকদের সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা।