ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২১:৪৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী তারকারা সরব হচ্ছেন সংসদ নির্বাচনে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে পুরোদেশ জুড়ে। শুধু রাজনীতিবিদরাই নন, বিভিন্ন পেশাজীবীসহ মিডিয়ার তারকারা সম্পৃক্ত হচ্ছেন নির্বাচনে। পুরুষ তারকাদের পাশাপাশি নারী তারকারও নির্বাচনে যুক্ত হচ্ছেন। এরই মধ্যে অনেক নারী তারকা বিভিন্ন দলের গ্রিন সিগন্যাল পেয়ে নিজের নির্বাচনী এলাকায় চালিয়ে যাচ্ছেন প্রচারণা।

 

তালিকার প্রথমে আছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বর্তমানে সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি। তিনি এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীও ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ থেকে প্রত্যক্ষ নির্বাচনের জন্য বহু আগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আসছে নির্বাচনে এই নাট্যাভিনেত্রী দল থেকে মনোনয়ন চাইবেন।

 

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কবরী নারায়ণগঞ্জ-৪ আসন থেকে এমপি হয়েছিলেন। এবারও তিনি নিজ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন।

 

ফোক সম্রাজ্ঞী মমতাজ আওয়ামী লীগের ব্যানারে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। এর আগেও তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি ছিলেন। আসছে নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বর্তমানে এলাকাতে নির্বাচনী প্রচারণা নিয়েও ব্যস্ত রয়েছেন।

 


ছেটি পর্দার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী শমী কায়সার আগামী নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী । নির্বাচনের প্রচারণায় নিয়মিত এলাকায় যান এবং গণসংযোগও করছেন।

 

অভিনেত্রী রোকেয়া প্রাচী অনেক আগ থেকেই রাজনীতিতে সক্রিয়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ-সংগঠনের বিশেষ দায়িত্বও পালন করছেন তিনি। আগামী নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 


এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস আগ থেকেই আওয়ামী লীগ সমর্থিত একজন কর্মী। তিনি যথারীতি নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) এ আসা-যাওয়া করেন। এবার আওয়ামী লীগ দলনেত্রীর কাছে মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন।

 

ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন বিএনপির রাজনীতির সঙ্গে ধরে দীর্ঘদিন জড়িত। বর্তমানে দলটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জন্মস্থান নীলফামারীর-৪ আসনের (সৈয়দপুর এবং কিশোরগঞ্জ) তার নির্বাচনী এলাকা। কেন্দ্রীয় রাজানীতির পাশাপাশি কয়েক বছর আগেই এলাকায় জনসংযোগ শুরু করেন তিনি।

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির সমর্থক। দলটির পক্ষে এবারের নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চাচ্ছেন।

 


এ ছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে চিত্রনায়িকা শাবানাও অংশগ্রহণের কথা শোনা যাচ্ছে। বিএনপি থেকে কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন মনোনয়ন চান।

 

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এসব তারকারা দৌড়ঝাঁপ শুরু করলেও দল যাকে মনোনয়ন দিবেন, তার পক্ষে থেকে কাজ করবেন বলে জানিয়েছেন তারা।