খালেদা জিয়ার আগের চিকিৎসা বহাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার
খালেদা জিয়ার আজ কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তবে পুরনো মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে আগের চিকিৎসা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসার যাবতীয় কাগজপত্র পরীক্ষা করেছেন মেডিকেল বোর্ডের পাঁচ চিকিৎসক।
তিনি বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা এসেছিলেন। তারা আমাকে বলেছেন, কোর্টের যে রায় আছে সে অনুসারে যেন চিকিৎসা সেবা দেয়া হয়।
বোর্ড পুনর্গঠিত হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বোর্ড পুনর্গঠিত হয়নি। শুধুমাত্র আমাদের ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি বরিশাল গিয়েছেন একটা জরুরি কাজে, আসবেন ৯ অক্টোবর। ইতমধ্যে উনার স্থলে সহযোগী অধ্যাপিকা ড. তানজীনা পারভীনকে নিয়োগ করেছি।
বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের মধ্যে আছেন- ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত।