ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২১:৫৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহাসমাবেশে গান গাইলেন রওশন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১১:০৭ এএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

জাতীর পার্টির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের গান গাইলেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে বক্তৃতায় উপস্থিত জনতার সমস্বরে জাতীয় পার্টির গানটি গাইলেন তিনি।

 

মহাসমাবেশে রওশন এরশাদ গেয়েছেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম। নবজীবনের ফুল ফোটাব, প্রাণে প্রাণে আজ এই শিক্ষা নিলাম।’ পরে তিনি বলেন, `এবার আমরা ক্ষমতায় যাবই যাব, ইনশাআল্লাহ।`

 

তিনি বলেন, `আমাদের ক্ষমতায় যেতে হবে। আমি আশা করব আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং সেইভাবে দলকে সম্মানিত করবেন।`

 

মহাসমাবেশে সবাইকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, `আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। কারণ আমাদের চেয়ারম্যানের ইচ্ছা উনি আরেকবার দেশের জন্য, জনগণের জন্য কাজ রতে চান। আমরাও দেশের জন্য আরেকবার কাজ করতে চাই।`

 

দেশের প্রত্যেকটি লোকের কাছে জাতীয় পার্টির কথা বলার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন,`তাদের মনে আবারও সেই কথা জাগ্রত হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে লাঙল আছে।`

 

এ সময় `রংপুরের ‘লাঙলে ভোট না দিয়া করছি আমি মস্ত ভুল` গানটি শোনান জাপার কো-চেয়ারম্যান। তিনি বলেন, `আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টির গান আমাদের আবারও গাইতে হবে।`

 

পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন রওশন এরশাদ।