হঠাৎ বুকে ব্যথা, খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হলো
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৯:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬ তলার কেবিন ব্লকের নিচ তলায় খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়।
বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন সাংবাদিকদের জানান, সিটিস্ক্যানের রেজাল্ট দেখে তারা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিবেন।
হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ডাক্তার কল দেয়া হয়। পরে গতকাল তাকে সিটিস্ক্যান করার পর বিকাল পৌনে তিনটায় দিকে তাকে আবারও হুইল চেয়ারে করে কেবিন ব্লকের ৬১২ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়।
এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, আমাদের এখানে প্রতিদিন ডাক্তারা টাইম টু টাইম তাকে দেখতে যান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ভর্তির পর এখন পর্যন্ত তার অবস্থার কোনো অবণতি হয়নি। আশা করছি তিনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।