ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৩১ এএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:০৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অাজ মঙ্গলবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে চিঠি দিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।
আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধি দল ড. কামাল হোসেনের বাসায় আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন।আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় যান দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ তিন সদস্যের প্রতিনিধিদল।
শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ‘সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোর ২০১৮ তারিখে স্বাক্ষরিত পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সেই পরিপেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’
গত রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহবান জানিয়ে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।