আ. লীগের মনোনয়ন পেলেন যে নারীরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ১৬ জন নারী রাজনীতিবিদ। আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঝে চিঠি বিতরণ শুরু হয়। সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৭টি আসনে ১৬ জনকে নারীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ পর্যন্ত মনোনয়ন দেওয়া নারী রাজনীতিকরা হলেন— শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), সেলিমা আহমেদ (কুমিল্লা-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২),জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সীগঞ্জ-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), সৈয়দা সায়রা মহসিন (মৌলভীবাজার-৩) এবং শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪)।
জানা গেছে, মোট ২৩০ আসনে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। সম্ভবত বাকি ৭০ আসন পাচ্ছেন মহাজোটের প্রার্থীরা। এই ঘোষণা আগামীকাল সোমবার দেয়া হবে।
প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শেষে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
তিনি জানান, যাদের মনোনয়নপত্র দেয়া হয়েছে। তাদের কাছ মনোনয়ন প্রত্যাহারপত্রও নেয়া হয়েছে। কিছু কিছু আসনে বিশেষ কারণে দুইজনকে মনোনয়নপত্র দেয়া হয়েছে।