ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৭:৩৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিএনপির মনোনয়নপ্রাপ্ত নারীরা

আসমা আক্তার

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রার্থী হতে এখন পর্যন্ত মনোনয়ন পেলেন ২৩ আসনে ২১ জন নারী।খালেদা জিয়াকে তিনটি আসনে মনোনয়নপত্র দেওয়ার মধ্য দিয়ে দলটির প্রার্থীদের মনোনয়ন কার্যক্রম শুরু হয় সোমবার বিকেলে।


আজ মঙ্গলবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের মনোনয়নের চিঠি দেওয়া শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা সাড়ে ১২টায়। 

 

এখন পর্যন্ত যে সব নারী প্রার্থী মনোনয়ন পেলেন তারা হলেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭,  শাহরিয়া ইসলাম শায়লা (ফরিদপুর-৪), শাহিনুর বেগম (নোয়াখালী-৪), হাসিনা আহমেদ (কক্সবাজার-১), উম্মে কুলসুম সুলতানা (বান্দরবান), সেলিমা রহমান (বরিশাল-৩), সুরাইয়া আলতাফ চৌধুরী (পটুয়াখালী-১), সালমা আলম (পটুয়াখালী-২), ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেবা খান (ঝালকাঠি-২), তাহসিনা রুশদীর লুনা (সিলেট-২), মাসুদা মোমেন (বগুড়া-৩), কনক চাঁপা (সিরাজগঞ্জ-১), রুমানা মাহমুদ (সিরাজগঞ্জ-২), কামরুন্নাহার শিরিন (নাটোর-১), সাবিনা ইয়াসমিন ছবি (নাটোর-২) ও কণ্ঠশিল্পী নাজনীন (নীলফামারী-৪)। 

এছাড়াও আজ মনোনয়নের চিঠি পেয়েছেন, কুষ্টিয়া-২ আসনে ফরিদা ইয়াসমিন, কুমিল্লা-৩ আসনে শাহিদা রফিক, ফরিদপুর-২ থেকে শামা ওবায়েদ, ফরিদপুর-৪ থেকে শাহরিয়া ইসলাম শায়লা।

কোনো কোনো আসনে দলের একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।