খালেদার প্রতি ইসির সুবিচার প্রত্যাশা তার আইনজীবীর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তার আইনজীবীরা।
আজ বুধবার ব্যারিস্টার কায়সার কামালসহ তিন সদস্যের একটি দল খালেদা জিয়ার আপিল আবেদন জমা দেন।
গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। আজ ওই তিন আসনেই বৈধতা ফিরে পেতে তিনজন আইনজীবীর মাধ্যমে আপিল করা হয়েছে।
আপিল শেষে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি এটি সরকারের ষড়যন্ত্রেরই একটি অংশ। আজকে আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে আমি ব্যারিস্টার কায়সার কামাল ফেনী-১, ব্যারিস্টার নওশাদ জমির বগুড়া-৬ ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বগুড়া-৭ এই তিনটি আসনের আম-মোক্তারনামা প্রদত্ত হয়ে আপিল দায়ের করেছি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আইন যদি নিজস্ব গতিতে চলে এবং নির্বাচন কমিশন যদি ফেয়ারলি ডিসাইড করেন তাহলে আমরা নির্বাচন কমিশন থেকেই খালেদা জিয়ার পক্ষে রায় পাব। সারা দেশ ও জাতি তাকিয়ে আছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। আর দেশনেত্রী খালেদা জিয়াকে ছাড়া যে নির্বাচন হবে সে নির্বাচন প্রহসনের নির্বাচন হবে।’
‘অতএব দেশের স্বার্থে, জাতীর স্বার্থে আন্তর্জাতিক মহলে স্বীকৃতির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সুবিচার করবেন এ প্রত্যাশা আমরা রাখছি’ বলেও জানান এই আইনজীবী।