ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৭:৪৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচন করতে পারবেন না খালেদা : ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে নির্বচান কমিশন (ইসি)। তার পক্ষে দাখিল করা তিনটি আসনের মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেছে ইসি।

 

আজ সন্ধ্যায় নির্বাচন ভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানান। 

 

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদনটি ৪-১ ভোটে নামঞ্জুর করা হয়েছে।

 

সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। দলের পক্ষ থেকে তিনটি আসনে তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। ইসির এ সিদ্ধান্তের পর চূড়ান্তভাবে নির্বাচন থেকে ছিটকে পড়লেন তিনি।

 

এর আগে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে বিএনপি’র পক্ষ থেকে আপিল করা হয়।

 

এদিকে আজ সকালে নির্বাচন কমিশনে ওই আপিলের শুনানির পর রায় স্থগিত রাখা হয়েছিল।

 

খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতার পক্ষে মত দিয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার প্রার্থিতার বিপক্ষে মত দেন। পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।


ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এরপর ঘোষণা করেন, পাঁচজন নির্বাচন কমিশনারের মধ্যে চারজন খালেদা জিয়ার আপিল আবেদন নামঞ্জুর করেছেন। একজন মঞ্জুর করেছেন বিধায় চার-এক ভোটে আপিল আবেদন নামঞ্জুর ঘোষণা করা হলো।


অবশ্য ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে খালেদা জিয়ার। কিন্তু দুই বছরের বেশি সাজায় দণ্ডিতদের নির্বাচন করার পথ যে বন্ধ, তা ইতোমধ্যে আদালতেরই আদেশে এসেছে।