আবার থ্রিজি-ফোরজি সেবা বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
আবারো থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ শনিবার দুপুরে বিটিআরসি থেকে এমন নির্দেশনা পাওয়ার পর তা কার্যকর করতে শুরু করেছে মোবাইল ফোন অপারেটরগুলো। নির্দেশনা অনুযায়ী ভোটের দিন রাত ১২ টা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের পরামর্শে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করে ভোটের আগে ও পরে গুজব ছড়ানোসহ নাশকতা বন্ধের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফোরজিতে ভয়েস ও ডেটা এবং থ্রিজিতে ডেটা সেবা বন্ধ থাকলেও টুজি নেটওয়ার্কে ভয়েস ও ডেটা এবং থ্রিজিতে ভয়েস সেবা চালু থাকবে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিটিআরসি থেকে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনার কথা জানা গেলেও ভোররাত থেকে তা আবার চালু হয়।