ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২১:২৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথম চাঁদের অন্ধকার অংশে পৌঁছাল চীনের মহাকাশযান

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো চাঁদের অন্ধকার অংশে সফলভাবে অবতরণ করেছে চীনের রোবটিক চেঞ্জ-৪ মহাকাশযান। গতকাল বৃহস্পতিবার বেইজিং সময় সকাল ১০টা ২৬ মিনিটে মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরু-এটকেইন বেসিনে অবতরণ করে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

চেঞ্জ-৪ মহাকাশযানটি চাঁদে বহন করে নিয়ে গেছে ভূতাত্ত্বিক অঞ্চল চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র। সেইসঙ্গে জৈবিক গবেষণার উপকরণও রয়েছে। গত ৮ ডিসেম্বর চীনের সিচুয়ান প্রদেশ থেকে মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হয় এবং ১২ ডিসেম্বর এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করার ২২ দিন পর চাঁদের দূরবর্তী অন্ধকার অংশে অবতরণ করতে সক্ষম হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই সফল অবতরণকে বলছে, মহাকাশ গবেষণায় এটি একটি বড় মাইলফলক। সংবাদমাধ্যম জানিয়েছে, যদিও চাঁদের অন্যান্য দিকে এর আগে মহাকাশযান অবতরণ করেছে।  কিন্তু পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে বিশ্বে এটাই প্রথম কোনো মহাকাশযানের অবতরণ। চাঁদের এ দিকটা পৃথিবী থেকে দেখা যায় না। সূত্র : পার্সটুডে