বাসনা
সপ্তবর্ণা সোমা
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩৩ এএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
আপনার সুরভভার আমাতে করে বিলীন
আমি নই কোনো অসাধারণ
আমার তরেতে কাহারো নাই কোনো ঋণ।
আমি অভিশপ্ত বাসনার কাছে জিম্মি
আমি লোভের বশে বন্দিনী,
রিপুর দুষে-দুষ্ট, পাপেরে দাম দিয়ে কিনি!
আমি অমৃত ফেলে বিষ ভক্ষণে আগুয়ান হই মিছে,
আমি সহসা দেখি আলোরে আঁধার!
ঊর্ধ্ব হতে নিচে।
আমি শক্ত হাতে, ব্যর্থ ছুরি ঘাতে,
প্রাণ-পণে ছুটি, তারুণ্য দীপ্তি নাশে
আমায় দেখে, বিড়ম্বনাও হাসে।
আমি আপনারে লয়ে বাঁধিতে চাই সুর
বীণার তারে মরিচিকা পরে
গায়বে সুরে নিগূঢ়!
কিঞ্চিৎ যদি সুরভার তব, ঢালিয়া লইতে আজ্ঞা হোন
চির মুক্তির-উল্লাসে, সকল বাসনা আমার সুর তুলিবে গুনগুন!