সংরক্ষিত আসনের মনোনয়নপত্র বিক্রির শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন আজ। বিগত তিন দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৩৮৩টি। প্রথম দিনে আবেদনপত্র বিক্রি হয়েছিল ৬২৩টি। দ্বিতীয় দিনে বিক্রি হয় ৪৩৪টি এবং তৃতীয় দিন বিক্রি হয় ৩২৬টি ফরম। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাত শতাধিক আবেদন ফরম জমা পড়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ফরম বিক্রি শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলে। শুক্রবার দিনও সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরম বিক্রি উদ্বোধন করেন।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনে আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসনে জয় পাওয়ায় ৫০টি সংরক্ষিত আসন থেকে তারা পাবে ৪৩টি। এছাড়া জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।
-জেডসি