দু’দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু আজ
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৯ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ফাইল ছবি
‘বাঙালির জয়, বাঙালির কবিতা’ এই স্লোগানকে সামনে রেখে দু’দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব-২০১৯’ শুরু হচ্ছে আজ ১ ফেব্রুয়ারি শুক্রবার। বরাবরের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ৩৩তম এ আয়োজন করা হচ্ছে।
আজ সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান এবং উৎসব সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
মুক্ত আলোচনা ও কবিতা পাঠ, আবৃত্তিপর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান প্রভৃতি নিয়ে সাজানো হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯’। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।
উল্লেখ্য, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু হয় ১৯৮৭ সালে। কালের পরিক্রমায় সে উৎসব আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে।