ভারতীয় শতাধিক সাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
এবার ভারতের শতাধিক ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা। পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যে বাকযুদ্ধ চলছিল, সেই যুদ্ধের প্রভাব পড়েছে অনলাইনেও।
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর খবরে বলা হয়, হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দফ্তর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে ৷ হ্যাক করা হয়েছে বিজেপি নেতা আইকে জাদেজার ব্লগও ৷
তবে এ ঘটনা প্রথম নয়, এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়৷ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই হ্যাকের পেছনে ছিল ভারতীয় হ্যাকাররা ৷
প্রযুক্তির এ সময়ে এখন অনলাইন যুদ্ধে প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করা যায়। ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে সে চেষ্টাই করে হ্যাকাররা। পাক-ভারত সরাসরি যুদ্ধে না জড়ালেও অনলাইনে উভয় দেশের নাগরিকরাই তুমুল লড়াই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন সেনা সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
-জেডসি