মা
মালিপাখি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
যাদুর মায়া পূবের কোণে
সোনার থালায় হাসি,
উদাস আমি, আপন মনে
মেঘের ভেলায় ভাসি,
সবুজ পাতা বাঁশের বনে
কেবল বাজায় বাঁশি।
গাছের ডালে ফুলের কুঁড়ি
পাগল পাগল করা,
নোলক, বালা, কাঁচের চুড়ি,
সিঁথেয় সিঁদুর পরা,
আমার মা যে শিমুল বুড়ি
মুঠোয় আকাশ ধরা।