ডার্ক মোডে চলবে ফেসবুক মেসেঞ্জার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৭ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ফেসবুক মেসেঞ্জার এবার ডার্ক মোডে চলবে। চমকে দেয়া এই নতুন ফিচারটির মাধ্যমে রাতের অন্ধকারেও চোখকে কষ্ট না দিয়ে চ্যাট করা যাবে। মূলত অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে এই ডার্ক মোড কাজ করবে।
ফেসবুক কর্তৃপক্ষের দাবি, এই মোড ব্যবহারের ফলে অন্ধকারে চোখে চাপ পড়বে না। এই মোড নিজের ফোনে ব্যবহার করতে হলে প্রথমেই ফোনের মেসেঞ্জারের অ্যাপটি আপডেট করুন। এবার যে কোনো একজনের চ্যাটে ক্লিক করুন। তাকে চাঁদের ইমোজি পাঠাতে হবে।
তাহলেই ফোনের স্ক্রিনে গুচ্ছ চাঁদ নেমে আসবে। আর চালু হবে ডার্ক মোড। গত বছর ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল শিগগিরই তারা নিয়ে আসবে ‘ডার্ক মোড’। অবশেষে এসে গেল সেই সুবিধা।
-জেডসি