ঢাকায় তীব্র বজ্রমেঘ ও কালবৈশাখীর তাণ্ডব
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সকাল থেকে ঢাকার আকাশ পরিষ্কার ছিল। রোদের প্রখরতাও ছিল বেশ। কিন্তু সন্ধ্যা গড়াতেই আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে রাজধানীবাসী। অনেক স্থানে হয় শিলাবৃষ্টিও। এতে স্থবির করে দিয়েছে ঢাকার প্রাণ চঞ্চলতা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদের মতে, রবিবার সন্ধ্যা ৬টার পর প্রায় ২৫ মিনিটের আকস্মিক এ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটারেরও বেশি। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। এ মৌসুমে প্রতিদিন বিকালেই এ ধরনের ঝড় হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে বিকালের পর ঢাকার বাইরে সিলেট, খুলনা ও বরিশাল অঞ্চলেও তীব্র কালবৈশাখী হানা দিয়েছে বলে জানা গেছে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেখা যায়, সিনপটিক অব পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহওয়া পূর্বাভাস দেখা যায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং, রাজশাহী, খুলনা, বরিশাল , ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজধসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
-জেডসি