চিকিৎসায় খালেদা জিয়া সন্তুষ্ট, অবস্থার উন্নতি: চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১১ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালটির পরিচালক এসব কথা বলেন।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বলেন, গতকাল বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে গতকালকের চেয়ে আজকে ভালো। আর নতুন কোনো তথ্য আজকে নেই।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিঞা সরকার আজকে বিএনপিপ্রধানকে দেখেছেন জানিয়ে ডা. এ কে মাহবুবুল হক বলেন, বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেয়া হয়েছে সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।
বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে? জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা মুশকিল। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।
গতবার খালেদা জিয়া বিএসএমএমইউতে সঠিক চিকিৎসা না পাওয়ার বিষয় পরিবার ও বিএনপির অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল পরিচালক বলেন, আমি এসেছি দুই সপ্তাহ হল। এ ব্যাপারে না জেনে কিছু বলাটা ঠিক হবে না। তবে গতকাল বেগম খালেদা জিয়া আসার পরে উনাকে কেবিনে দেওয়া থেকে যেভাবে আমরা শুরু করেছি- আমার মনে হয়- উনি উনার চিকিৎসায় সেটিসফাইড।
তিনি আরো বলেন, গতকালকে উনি কথা বলেছেন, হাসিখুশি। আজকে বোর্ডের চেয়ারম্যান গিয়েছিলেন, উনি হাসিখুশি ও সাবলীলভাবে কথা বলেছেন। আগের কথা আমরা না বলি, এবার চিকিৎসা ভালো হচ্ছে।
খালেদা জিয়ার হাতের ব্যথা প্রসঙ্গে হাসপাতালের পরিচালক বলেন, উনি হাত নাড়াচ্ছেন। দুই হাতই নাড়িয়ে কথা বলেছেন। উনার দুই হাতেরই প্রেসার মাপা হয়েছে। তার রক্তের সুগার মাপা হচ্ছে। এখনও সেটা নিয়ন্ত্রণে আসেনি। আগামীকাল ডাক্তারা দেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এর আগে গতকাল সোমবার (১ এপ্রিল) দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে তাকে রাখা হয়েছে।
-জেডসি