শুক্রবার হাসপাতাল ছাড়ছেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে থেকে ওবায়দুল কাদেরকে শুক্রবার ছাড়পত্র দেয়া হবে। তবে তিনি দেশে ফিরছেন না। হাসপাতাল থেকে একটি ভাড়া বাসায় নিয়ে টানা এক মাস সেখানে তার চিকিৎসা চলবে।
এসব তথ্য নিশ্চিত করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে জানান, বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। তাকে কেবিনে নেয়া হয়েছে। সবার সঙ্গেই তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।
গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন ওই হাসপাতালের চিকিৎসকরা। সেখানে গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি হয়।
-জেডসি