বায়ুদূষণে বছরে ১২ লাখ ভারতীয়র মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৬ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
বায়ুদূষণের কারণে ২০১৭ সালে ভারতে ১২ লাখের বেশি মানুষের মারা গেছে বলে স্টেট অব গ্লোবাল এয়ার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৫ সালে দেশটিতে বিষাক্ত বাতাসে ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। যা ২০১৫ সালের তুলনায় ২০১৭ সালে মৃতের সংখ্যা ১ লাখ বেশি।
২০১৯ সালে স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট বলছে, বায়ুদূষণের কারণে ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্বে বায়ুদূষণে অতি বিপজ্জনক রাজধানীগুলোর মধ্যে ভারতের রাজধানী দিল্লি শীর্ষে অবস্থান করছে। বিশ্বে সবচেয়ে দূষিত অঞ্চলের তকমা জুটেছে দেশটির ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর)।
ভারত গত জানুয়ারিতে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম গঠন করলেও তেমন সক্রিয় ছিল না প্রোগ্রামটি। এখনও বিশ্বের প্রথম ২০টি সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ভারতের রয়েছে ১৫টি।
বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যায় বায়ুদূষণ পঞ্চম স্থানে রয়েছে। ভারতের দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ ও গাঙ্গেয় শহরগুলোতে পরিস্থিতি এতোটাই খারাপ যে, কোনো ব্যক্তি ধূমপায়ী না হলেও স্রেফ বায়ুদূষণের জন্য চেন স্মোকারের সমান ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
-জেডসি