ওয়ান প্লাস সেভেনে ‘পপ আপ সেলফি ক্যামেরা’
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৬ পিএম, ৮ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
চীনের ফ্লাগশিপ কিলার স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাসের পরবর্তী ফোন ওয়ান প্লাস সেভেন প্রো ফোনে থাকছে পপ আপ সেলফি ক্যামেরা।
সম্প্রতি এই ফোনটির ছবি ও তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আগামী সপ্তাহে ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
এই ফোনে থাকবে এইচডিআর ১০ প্লাস ডিসপ্লে আর ইউএফসি ৩.০ সাপোর্ট।
সম্প্রতি কোম্পানির প্রধান পিট লাউ জানিয়েছেন ওয়ান প্লাস সেভেন প্রো ফোনে অত্যাধুনিক ডিসপ্লে থাকছে।
সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস টেননে এইচডিআর টেন প্লাস ডিসপ্লে দেখা গেছে। সাধারণত দামী টিভির ডিসপ্লে প্যানেলে এই ফিচার দেখা যায়। এই ফলে প্রত্যেক ফ্রেমে আরও ভালো কনট্রাস্ট পাওয়া যায়।
এইচডিআর ১০ প্লাসের পাশাপাশি এই ফোনের ডিসপ্লেতে থাকছে ৯০ গিগাহার্জের রিফ্রেশ রেটের কিউএইচডি প্লাস ডিসপ্লে।
নতুন ওয়ান প্লাস ফোনে ব্যবহৃত ইউএফএস ৩.০ স্টোরেজে দ্রুত গতিতে রিড ও রাইট করা যায়।
ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট থাকছে । এই ফোনের পেছনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি ক্যামেরা পপ আপ। এই ফোনের ডিসপ্লেতে কোনো নচ ব্যবহৃত হয়নি।
-জেডসি