নকিয়ার বাঁকানো ডিসপ্লের ফোন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১১ মে ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
বাঁকানো ডিসপ্লের বড় ফোন আনছে নকিয়া। মডেল নকিয়া এক্স ফোল্ড ২০১৯। এই ফোনটি দিয়ে নকিয়া ফোল্ডিং ফোনের বাজারে এন্ট্রি নিতে চাইছে। ইতোমধ্যে স্যামসাং এবং হুয়াওয়ে ফোল্ডিং ফোন বাজারে এনেছে। গুগলও ফোল্ডিং ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।
সম্প্রতি ভিয়েতনামের জনপ্রিয় একটি ব্লগকে নকিয়া জানিয়েছে, নকিয়া এক্স ফোল্ড ২০১৯ ফোনে থাকছে ৮.৩ ইঞ্চির ডিসপ্লে। এতে ৮ জিবি র্যাম এবং ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে, আপকামিং এক্স ফোল্ড ফোনটি হবে গেমিং সেগমেন্টের।
সুপার অ্যামোলিড ডিসপ্লের ফোনটিতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। দ্রুত গতির কার্য সম্পাদনের জন্য আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ফোনটি অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
ডিভাইসটি বাজারে আসলে এর দাম হবে ৮৫০ ডলার।
-জেডসি