চল কিনি আতর, টুপি, জায়নামাজ
আসমা আলমগীর
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার
ঈদে নতুন পায়জামা পাঞ্জাবির সাথে দরকার নতুন মপানানসই টুপি, বাহারি সুগন্ধের আতর লাগবেই। জায়নামাজটাও নতুন কিনলে মন্দ হয়না। আর তাই ঈদের সাজ ও প্রস্তুতিকে পরিপূর্ণ করতে ক্রেতারা এখন ভিড় জমাচ্ছেন আতর টুপি ও জায়নামাজের দোকানগুলোতে।
আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশে আতর ও টুপির দোকানগুলোতে ভিড়ের ঠেলায় যেন হাঁটার উপায় নেই।
বিক্রেতারা জানান, এ ভিড় ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে। ক্রেতারা নতুন টুপি ও আতরের সঙ্গে অনেকে কিনে নিচ্ছেন পছন্দ মতো জায়নামাজ ও সুরমা।
বিক্রেতা মফিজ মিয়া বলেন , আকর্ষণীয় ডিজাইন আর নানা কারুকাজে সুসজ্জিত টুপি বেশি কিনছেন ক্রেতারা।
জাভেদ নামের আরেক বিক্রেতা বলেন, আমাদের এখানে ৫০ টাকা থেকে শুকু করে হাজার টাকার উপরের দামের পর্যন্ত টুপি আছে। তবে ১০০-১৫০ টাকা দামের টুপি বেশি বিক্রি হচ্ছে।
ক্রেতারাও বিভিন্ন দোকান ঘুরে খুঁজছেন বাহারি ডিজাইনের বিভিন্ন সাইজের টুপি। টুপি কিনতে এসেছেন জাহিদ তার ছেলেকে নিয়ে। বলেন,বাবা,ছেলে একই টুপি পড়ব। আমার ছেলের বয়স ৮ বছর। এবার ঈদে আমার সাথে নামাজ পড়তে যাবে।
এদিকে যেন দম ফেলার সুযোগ নেই আতর বিক্রেতাদের । তাদের ব্যস্ততা চোখে পড়ার মত। বেশির ভাগ ক্ষেত্রেই এক দামে বিক্রি করা হচ্ছে। আতর কেনার ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যেই বেশি। তবে বিলাসীরা চার পাঁচ হাজার টাকা দামের আতরও কেনেন।
দেশের তৈরি আতরের মধ্যে রয়েছে শাহী দরবার, আলিফ, মারজান, জেসমিন, রজনী, মদিনা ইত্যাদি। এসব আতরের দাম ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে। এ আতরগুলোই বেশি বিক্রি হচ্ছে।
এবার আসি জায়নামাজের কথায়। প্রত্যেক বাসায় জায়নামাজ থাকলেও ঈদে অবার সবাই নতুন করে কিনে। রাজধানীর বায়তুল মোকাররম সহ বিভিন্ন মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে দেশি বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের জায়নামাজ। এগুলোর দাম ২৫০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা পর্যন্ত।