ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ৪:৫৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাসপাতালে কাটবে খালেদা জিয়ার ঈদ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঈদ এবারও কাটবে কারাগারে। সেখানেই পঞ্চমবারের মতো কারাবন্দি অবস্থায় ঈদ করবেন তিনি। এর আগে চারবার কারাগারে ঈদ করেছেন তিনি। কারা কর্তৃপক্ষের অধীনে হাসপাতালে থাকার কারণে তিনি কিছু বাড়তি সুবিধা পাবেন। খেতে পারবেন বাসার খাবার, স্বজনদের সাথে দেখা করারও সুযোগ মিলছে। 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় গত ১ এপ্রিল। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা জানান, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তার চিকিৎসা চলছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছি। এবং আমি যতটুকু জেনেছি তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো।’

আইজি প্রিজনস বলেন, স্বজনদের সাথে দেখা হচ্ছে খালেদা জিয়ার, খেতে পারবেন বাসার খাবারও।

কারা মহাপরিদর্শক আরও জানান, ‘ঈদে তার আত্মীয়স্বজনরা তাঁর সাথে দেখা করার অনুমতি চেয়েছেন। আমরা সে অনুযায়ী তাদের অনুমতি দিচ্ছি। যখন তারা দেখা করতে যাবেন, তখন সাথে করে যে খাবার নিয়ে যাবেন, সে খাবারও আমরা প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশী করে, পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করে আমরা নেওয়ার সুযোগ করে দেব।’

দলীয় নেতারাও ঈদের দিন বিএনপি চেয়ারপার্সনের সাখে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।