প্রিয় লেখা : বুবুকে
গাজী খোরশেদুজ্জামান
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৮ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার
বুবুরে তুই সেই যে কবে গেছিস্ পরের ঘরে
আর এলিনা! একলা আমার মন যে কেমন করে!
জানিস বুবু, বড়োই তলায় রোজ কত যে বড়োই পড়ে থাকে,
সবার আগে কালুর ভিটের গোল্লা বড়োই পাকে।
ভোর না হতেই কারা যেন কুড়িয়ে নেয় সব,
ঘরে শুয়েই আমি তাদের শুনি কলরব।
বড়োই তলা যাইনে আমি আর। কার সাথে যাই বল?
একলা যেতে ভয় করে না ঠিক।
কিন্তু কেবল চোখে আসে জল!
কদম গাছে ঘুঘুর বাসায় সেই যে দুটো বাচ্চা গেছিস দেখে?
তা‘রি একটা পুষেছিলাম খাঁচায় পুরে রেখে।
পুষেও শেষে দিলেম ছেড়ে। আমার কেবল ভয়,
এই ঘুঘুটা ঐ ঘুঘুটার বুবুই যদি হয়।
জানিস বুবু ওরা এখন কদম গাছেই থাকে,
যখন তখন মিষ্টি সুরে ডাকে।
দু‘জন মিলে বেড়ায় ঘুরে বালুর চরে নদীর মোহনায়,
কখনো বা অনেক দূরে উধাও হয়ে যায়।
কাউকে ছেড়ে কেউ থাকে না,
কাউকে ওরা কেউ ভাবে না পর,
ভাইকে থুয়ে বোন কখনো যায় না পরের ঘর।
বুবুরে তুই ভুলেই গেছিস, আমরা ছিলাম অমনি দুটি পাখি!
জোড় ভেংগে আজ একলা আমি কেমন করে থাকি?
মানুষ-মেয়ে না হয়ে তুই হতিস্ যদি একটি পাখি-মেয়ে
পাখি-বুবুই ভালো হতিস্ মানুষ-বুবুর চেয়ে।