ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১:৩৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্ষণের বিচারে নতুন আইন করা জরুরী : শিরীন আখতার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, ‘অবশ্যই একটি আইন নতুন করে প্রণয়ন করা দরকার, যাতে অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে এই নরপিচাশদের বিচার করা যায়। বিচারের নামে দীর্ঘসূত্রতা করা যাবে না।’

আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি এ সব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে আলোচিত শিশু ধর্ষণের ঘটনা তুলে ধরে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে ৬৯৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকে এই রকম একটি অবস্থায় আমাদের সমাজ কোথায় আছে, আমরা কোথায় আছি?’

তিনি আরও বলেন, ‘আমরা আজকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সুশাসনের কথা বলছি। আমরা যখন এদিকে এগিয়ে যাচ্ছি, তখন সমাজে কেন এত অধপতন? আমাদের অবশ্যই তা বের করতে হবে।’