ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২:৫২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজনীতি ছাড়লেন সাবেক এমপি তুহিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজনীতিকে বিদায় জানিয়েছেন সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ও যুব মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া দীর্ঘ পোস্টে তিনি রাজনীতি থেকে বিদায় নেয়ার কথা জানান।

গত নির্বাচনে তুহিন ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও সেখানে গতবারের সাংসদ আসলামুল হককে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশা ছিল তুহিনের। তবে সেটাও হয়নি। এতে রাজনীতিতে অনেকটা হতাশ ছিলেন মহিলা লীগের এই নেত্রী।

মঙ্গলবার রাতে দেয়া ফেসবুক পোস্টে তুহিন রাজনৈতিক জীবনে নানা ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরেন। নিজের পরিবারকে সময় দেয়ার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলা হলেও দীর্ঘ পোস্টে তিনি নারী হিসেবে রাজনীতি করতে গিয়ে নানা সমস্যা মোকাবেলার কথা জানান।

তার এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন, রাজপথে থাকা এমন নেতাকর্মীরা রাজনীতি থেকে সরে গেলে তা দলের জন্য ক্ষতির কারণ হবে।

সাবিনা আক্তার তুহিন ফেসবুকে লিখেন, ‘আমি রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাসায় থাকবো। আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই পেটে বাচ্চা নিয়েও আন্দোলন সংগ্রাম করেছি। আমাকে প্রধানমন্ত্রী এমপি বানিয়েছিলেন এর জন্য ধন্যবাদ। আমি কেবল আমার সন্তানদের নিয়ে থাকতে চাই, তাই আমার পদত্যাগের সিদ্ধান্ত।’

‘আমি বর্তমান রাজনীতিতে বেমানান, আমি এত তাবেদারি করতে পারবো না। আমি রাজনীতির জন্য অনেক হিসেব করে পথ চলেছি। কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। জীবনে প্রতিটি মুহূর্তে সতর্ক পথ চলেছি, কখনো ভুল পথে পা ফেলিনি। তারপরও সবাই বলে আমি যোগ্য না, কারণ আমার কাছে প্রার্থী হওয়ার মতো অর্থ নেই । নারী হওয়া আজন্ম পাপ তার মাশুল গুণতে হয় প্রতিনিয়ত। নারী এমপি হলে তাদের কেবল নারী ইস্যুতে কাজ করার অধিকার আছে, মানুষ হিসেবে সকলের কাজ করার অধিকার নেই।’

তুহিন লিখেন, ‘একজন নারী সর্বত্র এত পরীক্ষা দেয় তাও তারাই খারাপ অযোগ্য । নারীর ক্ষমতায়ন তখনই হবে যখন ঘরে বাহিরে সিদ্ধান্তে নারীর ও ভূমিকা থাকবে। আমি একজন ভীতু মানুষ হয়ে থাকতে চাই না, সত্য কথা বলতে অন্যায়ের প্রতিবাদ করতে চাই। আমি যদি খারাপ হই তবে আমি মেনে নিবো তবে মিথ্যে অপবাদ মেনে নিবো না, আমাকে হটাতে অনেক মিথ্যে অপবাদ দেয়া হয়েছে, যা জেনে আমি ক্ষিপ্ত।’

সাবিনা বলেন, ‘চামচামি করা আমার নিয়মে নেই। মেয়ে মানুষ তুমি এভাবে চলতে পারবে না ওভাবে চলতে পারবে না-এসব আমি মেনে নিতে পারি না, আমি স্বাধীন। আমি পাপকে ঘৃণা করি তা যদি পরিবারের কেউও হয় তাকেও ত্যাগ করি, যা আমার কাছের মানুষেরা জানে। আমি পরাজয় মেনে নিতে রাজি যদি সেটা নিয়মের মধ্যে হয়। তবে অনিয়মের কাছে পরাজয় মানতে পারি না। আমার কাছে কারো কিছু চাওয়ার থাকলে দূরে থাকেন, কারণ আমি কারো জন্য কিছু করার ক্ষমতা রাখি না, আমি কেবলই শূন্য।’

‘আমি সংগ্রাম যুদ্ধ করার শক্তি রাখলেও সকলের নত মাথা আমাকে বিরত হওয়ার বার্তা দেয়। পরাজিত সৈনিকের মতো খুঁড়িয়ে হাঁটার চাইতে না হাঁটাই ভালো। বিদায় প্রাণের সংগঠন ক্ষমতায় নাই বা পেলে দুর্দিনের কর্মী হবো যদি দেহে থাকে প্রাণ।’

-জেডসি