ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রোজা শুরুর আগেই বেড়েছে বেশ কিছু পণ্যের দাম গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ লাশ তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান মধ্যরাতে ভূমিকম্পে ফের কেঁপে উঠলো উত্তরাঞ্চল দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান

অক্টোবরে দেশে ১ হাজার ২৪৩ বাল্যবিয়ে: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে অক্টোবর মাসে বাল্যবিয়ের শিকার হয়েছে এক হাজার ২৪৩ জন কন্যাশিশু। গবেষকরা মনে করছেন, দরিদ্রতা, পারিবারিক ও সামাজিক অসচেতনতার কারণে এই বাল্যবিয়ের সংখ্যা বাড়ছে।

মহিলা পরিষদ এর কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের এ তথ্য জানা যায়।


এ ছাড়া অক্টোবর মাসে এক হাজার ৩৮০ জন কন্যাশিশু এবং ২২৩ জন নারী অর্থাৎ মোট এক হাজার ৬০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেয়ার পরেও বাল্যবিয়ে বন্ধ হচ্ছে না।

এ বিষয়ে মহিলা পরিষদ সভাপতি ড. ফওজিয়া মোসলেম বলেন, মেয়েদের ওপর বাল্যবিয়ের দীর্ঘমেয়াদি ব্যাপক প্রভাব পড়ে, যা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্থায়ী হয়। উন্নয়নশীল বিশ্বে গর্ভ ও সন্তানধারণের জটিলতা, অল্প বয়সে নারীমৃত্যুর অন্যতম কারণ মনে করা হয়। এ অবস্থায় দেশে বাল্যবিয়ে ঠেকাতে মেয়েশিশুর পরিবারকেই আগে সচেতন করতে হবে।