অনাথ, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘শিশু পরিবার’
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৩ জুন ২০২১ রবিবার
ফাইল ছবি।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের বিকাশ ছাড়া জাতির ভবিষ্যত সমৃদ্ধি অসম্ভব। তাই সমাজের পিছিয়ে পড়া, অনগ্রসর অংশ, অনাথ, দুঃস্থ, নিরাশ্রয়, প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত, ঝুঁকিতে থাকা শিশুদের সামাজিক সুরক্ষা, কল্যাণ ও উন্নয়নে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অধীনে শিশুদের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা এসব শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন পূরণে, তাদের ভবিষ্যতে যোগ্য মানুষ হিসেবে গড়তে দেশের বিভিন্ন শিশু পরিবার রয়েছে।
এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর হাজারো শিশু পড়াশোনা শেষ করে সমাজের মূলস্রোতে এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করছে। তেমনই একজন রওশন আরা, তিনি বেড়ে ওঠেছেন খুলনার সরকারি শিশু পরিবারে। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সমাজ বিজ্ঞান বিষয়ে সম্মান শ্রেণিতে পড়ছেন। তার এ পর্যায়ে আসার পেছনে যত অবদান সবটুকুই দিচ্ছেন সরকারি শিশু পরিবার, খুলনাকে।
রওশনের ভাষ্য, আমি যখন শিশু পরিবারে আসি তখন আমার বয়স ছিল পাঁচ নবছর। এখানে আসার আগের কিছু তেমন মনে নেই। বাবা মারা যান আমার বয়স যখন তিনবছর তখন।
রওশনের গল্পের শুরুটা শিশু পরিবারের একজন হওয়ার মাধ্যমেই। ২০০১ সালে খুলনার সরকারি শিশু পরিবারে তাকে ভর্তি করানো হয়। সেখানে দ্বিতীয় শ্রেণির পরীক্ষায় তিনি প্রথম হন। ভালো ফল করেছেন এসএসসিতেও।
রওশন বলেন, শিশু পরিবারের সকলের ভালোবাসা আর যতœই ছিলো আমার চালিকা শক্তি। এর মধ্যে আমি আবৃত্তি, গান অভিনয়, ছবি আঁকাসহ আরও অনেক কিছুই শিখেছি এবং করে থাকি। এখানকার শিক্ষকেরা আমাদের নিজের সন্তানের মতই আগলে রাখেন। শিশু পরিবারে থাকাকালেই দর্জি বিজ্ঞান, কম্পিউটার প্রশিক্ষণ, বিউটিফিকেশনের কাজ শিখেন রওশন। বিভাগীয় স্পোর্টসেও তিনি চ্যাম্পিয়ন হন।
২০১৩ সালে এইচএসসি পরীক্ষায় পাস করে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। রওশন বলেন, বিভিন্ন সময়ে আমাদের এখানে কর্মকর্তারা পরিদর্শনে আসতেন। তাদের দেখে ভাবতাম আমি যদি এমন হতে পারতাম। ভবিষ্যতে একজন বিসিএস কর্মকর্তা হতে চান রওশন আরা।
বাগেরহাট শিশু পরিবারে বেড়ে ওঠেছেন খুলনার মেয়ে তানজিনা আক্তার। বর্তমানে তিনি খুলনার দাকোপ উপজেলায় ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কাজ করছেন। তিনি বলেন, আমি আমার মা-বাবাকে কখনও দেখিনি। হোমেই (শিশু পরিবার)বড় হয়েছি। এই হোম না থাকলে আমি হয়তো আজ এখানে নাও থাকতে পারতাম।
সূত্র জানায়, পিতৃ-মাতৃহীন অসহায় শিশুদের পিতা-মাতার স্নেহে ও সরকারি খরচে লালন-পালন করা হয়। এসব শিশুদের সরকারি খরচে ইন্টারমিডিয়েট ও চার বছরের ডিপ্লোমা করানো হয়। তবে মেধাবী হলে তাদের মাস্টার্স পর্যন্ত পড়ানো হয়। স্বাবলম্বী হতে যা যা করণীয় সব বিষয়েই শিক্ষা দেয়া হয় তাদের।
খুলনা শিশু পরিবারের (বালিকা) তত্ত্বাবধায়ক উপ-তত্ত্বাবধায়ক আবিদা আফরিন বলেন, শিশু রওশন আরা একজন সংগ্রামী তরুণী। তিনি এখানে আসার পর থেকেই মেধার স্বাক্ষর রেখেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে লেখাপড়া করছে। তার ইচ্ছা বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে যোগ দেয়া। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। সমাজসেবা অধিদপ্তর তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করছে ও করবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত তিন বছরে মন্ত্রণালয়ে শিশু সুরক্ষায় বিভিন্ন ধরনের নতুন কর্মসূচি ও প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাশাপাশি সম্প্রসারণ করা হয়েছে বিদ্যমান কার্যক্রমসমূহও। এরই অংশ হিসেবে ৮৫টি সরকারি শিশু পরিবার রয়েছে।
এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ৩৭টি হোস্টেল নির্মাণ করা হয়েছে। আর অটিস্টিক শিশুদের জন্য ‘প্রয়াস’ নামে বিভিন্ন ক্যান্টনমেন্টে তিনটি নতুন বিদ্যালয় স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে অতিমাত্রায় ঝুঁকিতে থাকা ৫ হাজার ৫৮০ শিশুকেও মাসিক ২ হাজার টাকা করে দেয়া হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন বলেন, সমাজের অবহেলিত শিশুদের সুন্দর জীবন উপহার দিতে সরকারের এ উদ্যোগ কাজে লেগেছে।
- বেগম রোকেয়াকে কি প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হচ্ছে?
- ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল
- হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল কলেজ ১৪ বছর পেরিয়েছে
- সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
- পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে
- অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প
- লালমনিরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা
- ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি, বুশরার দাবি
- অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি
- খেজুর আমদানিতে আগাম কর প্রত্যাহার, কমলো শুল্কও
- চীনে বিশাল স্বর্ণখনির সন্ধান
- যে কারণে দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
- ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়
- পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- ‘রিমান্ড’-এ মম
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে