ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ১৫:১৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি রাজধানীতে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে ছিনতাই মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

অপকার করতে চেয়ে আমার উপকার করে ফেলছে: পরী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ এএম, ২১ মে ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ফেসবুকে শেয়ার করলেন তেমনই এক স্ট্যাটাস।
সেখানে তিনি লিখেছেন, ‘শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে- এই এদের জন্যে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা, যদি জানতো!’
পরীমণি আরও লিখেছেন, ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি৷ বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি৷ ফলাফল— নিজেকে নতুন করে আবিস্কার করেছি। আরো আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরো ইস্পাত কঠিন করে দিয়েছে৷ এরা জানেই না কত উপকার করেছে। তাই, খোঁচামারানি, সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন। এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে। ’
প্রসঙ্গত, স্ট্যাটাসটির বেশির ভাগ অংশ মুনমুন শারমিন শামস থেকে ধার করেছেন পরীমণি। এজন্য তার স্ট্যাটাসে তিনি লেখককে মেনশনও করে দিয়েছেন। শুধু তাই নয়, লেখকের কমেন্ট বক্সেও পরী লিখেছেন, ‘নিলাম’।