অর্থ আত্মসাতের অভিযোগ : যা বললেন নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত
টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কোটি কোটি রুপি নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছিল ভারতের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে।
বিজেপির উদ্য়োগে এ নিয়ে ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারীরা। বর্তমানে নুসরাত জাহান পরিচালক নন, দাবি করেছিলেন অভিযুক্ত প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক রাকেশ সিংহ। আইনজীবীদের সঙ্গে কথা বলেই, অভিযোগের জবাব দেবেন নুসরাত, জানিয়েছিলেন তার ম্যানেজার।
তার দেওয়া সময় অনুযায়ী বুধবার (২ আগস্ট) সাংবাদিক সম্মেলন করেন নুসরাত। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, ‘ব্যাখ্যা তারাই দেয় যারা অপরাধ করে বা যারা ভয় পান। আমি কোনো অপরাধ করিনি। যে বিষয় বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে মন্তব্য করা কোনো সভ্য নাগরিকের কাজ নয়। আমি আশা করব, সেটা আপনারা করবেন না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করেছেন।’
এরপর নুসরাত বলছে শুরু করেন, ‘প্রথমত, যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির, তার সঙ্গে নাকি আমি জড়িত। সেই কোম্পানি আমি ২০১৭ সালের মার্চ মাসে ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার বাড়ি দুর্নীতির টাকায় কেনা।’
এই উত্তরে আমি বলব, ‘এই কোম্পানি থেকে আমি একটি লোন নিয়েছিলাম। তার সংখ্যাটা হলো ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ রুপি। ২০১৭ সালের মে মাসে সুদসহ এ কোম্পানিকে আমি ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৯৯৫ রুপি এ কোম্পানিকে আমি ফেরত দিই। তার সমস্ত প্রামাণ্য নথি, বাড়ির দলিল আমার কাছে রয়েছে। আমি চাইলে খুলে দেখাতে পারি। তবে এটা দেখতে কোর্ট থেকে নিতে হবে।’
নুসরাত আরও বলেন, ‘আমি কোনো দিন এমন কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ৩০০ শতাংশ দায়িত্ব নিয়ে বলছি, দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। যদি আমার কোনো ভুল-ত্রুটি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে যা বলবেন তাই করব। এ বিষয়টা কোর্টের বিচারাধীন। আমি এ বিষয়ের সঙ্গে জড়িত নই। অভিযোগ ছিল, আমি দুর্নীতির টাকায় বাড়ি কিনেছি।
‘এমন ভুল অভিযোগ যাতে দ্বিতীয়বার আমায় নিয়ে না ওঠে, আপনাদের সামনে আসা। আরও একটা অভিযোগ আমি সবাইকে করব, সেটা হলো এ বিষয়ের মধ্যে কোনো রাজনীতি নেই। দয়া করে এ বিষয়টার মধ্যে রাজনীতি জড়াবেন না। আমি বিশ্বাস করি, সত্যের পথ যতই কঠিন হোক না কেন, সেটাই যেতে।’
তিনি বলেন, ‘আমি কোনো ভুল করে থাকলে, মিথ্যে বললে, মানুষের থেকে একটা পয়সাও নিলে আমি আপনাদের সামনে এসে দাঁড়াতাম না। প্রত্যেকটা ট্যানজ্যাকশনের নথি রয়েছে। এই কোম্পানিতে আমি একটাও শেয়ার হোল্ড করি না। কোম্পানিতে কী কী হচ্ছে সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই।’
এরপর নুসরাতের দিকে একাধিক প্রশ্ন ধেয়ে আসে। উত্তরে নুসরাত বারে বারে বলেন, তিনি লোন ফেরত দিয়ে দিয়েছেন ও কোম্পানির কোনো শেয়ার তিনি হোল্ড করেন না। এর থেকে বেশি আর কোনো তথ্য দিতে চাননি তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরাত।
- বেগম জিয়ার পুত্রবধু শর্মিলা দেশে
- রাজধানীতে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল
- কারাগারে ঈদ
- যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই: প্রধান উপদেষ্টা
- কানায় কানায় পূর্ণ শোলাকিয়া ঈদগাহ
- বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল
- জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
- জাতীয় ঈদগাহে নামাজ পড়েছেন প্রধান উপদেষ্টা
- রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
- রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
- চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
- দুর্ঘটনার পর কেমন আছেন ঐশ্বরিয়া
- ঈদের দিন সুস্থ থাকতে কোন বেলায় কী খাবেন?
- সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৪
- মিয়ানমারে ভূমিকম্প: ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ
- নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- কামরাঙ্গীচরের ঘটনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
- চালের বাজারে অস্থিরতা
- পর্দা উঠল অমর একুশে বইমেলার
- খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির!
- খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- বাণিজ্য মেলার পর্দা নামছে আজ