ঢাকা, রবিবার ০৮, সেপ্টেম্বর ২০২৪ ৯:৪৩:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নামছে বন্যার পানি, বাড়ছে নদীভাঙন কুমিল্লায় বন্যায় ১১০০ কিলোমিটার পাকা সড়কের ক্ষতি যে কারণে বাড়ছে চালের দাম গাজায় টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলা:নিহত ২৭ শুল্ক কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ জনের প্রাণহানী

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২১ জুন ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশ যেভাবে শুরু করেছিল সহজে ১৫০ ছাড়ানো রান হতে পারত।

শান্ত ৩৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪১ রান করেছেন। লিটন দাসের ব্যাট থেকে ২৫ বলে ১৬ রান এসেছে। হৃদয় খেলেছেন ২৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৪০ রানের ইনিংস।

ইনিংসের প্রথম ওভারে উইকেট নেয়া স্টার্ক ৪ ওভারে ২১ রান দেন। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স হ্যাটট্রিক করেছেন। ১৮তম ওভারের শেষ দুই বলে অজি পেসার মাহমুদউল্লাহ ও শেখ মাহেদীকে আউট করেন। শেষ ওভারের প্রথম বলে তুলে নেন হৃদয়কে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।