ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৩:৪৪:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ ৮ দফা অস্ত্রোপচারের পর ঘরে ফিরেছে জোড়া শিশু নুহা-নাভা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

আইনশৃঙ্খলার অবনতিতে ধর্ষণ মহামারী রুপ নিয়েছে: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। সংবিধানের মূল বিষয় হলো আইনের শাসন থাকবে, মানুষের নিরাপত্তা থাকবে, আজ এগুলো কেন নেই? নেই সেটারও কোন খোঁজ নেয়া হচ্ছে না। আজ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এগুলো মানুষকে বলতে হবে। আমরা আর কিছুদিন পর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবো। কিন্তু এখনো ধর্ষণ, মানুষের অনিরাপত্তার বিষয়গুলো থাকতে পারে না।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ায় নারী ধর্ষণ মহামারী আকারে ধারণ করেছে। স্বাধীন দেশে আজ জেলায় জেলায় সবখানে ধর্ষণ মহামারী আকারে ধারণ করেছে। এজন্যতো যুদ্ধ করে দেশ স্বাধীন করিনি। দেশের এই পরিস্থিতি আজ গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ড. কামাল হোসেন সংবিধানের মূল খসড়া লিখেছেন। সেখানে তিনি বলেছেন, জনগণের অধিকার সংরক্ষণ করা, কিন্তু আজ জনগণের অধিকারকে কলঙ্কিত করা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ এত সহজে বিষয়গুলো মেনে নেয় না, এত সহজে বিষয়গুলো মানুষ ভুলে যায় না। আজ যেভাবে চারপাশে ধর্ষণ হচ্ছে মনে হচ্ছে আমরা আফ্রিকার জঙ্গলে আছি।

আমাদেরকে নারীর সম্ভ্রমহানির জবাব দিতে হবে। আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী রেখেছেন বলেও মনে করেন তিনি। এসময় বাংলাদেশকে সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে আন্দোলন করবেন বলেও জানান বিএনপির নীতিনির্ধারক।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি নুরুল হক নুরুর উপর ছাত্রলীগ হামলা চালিয়ে রাজনীতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এভাবে আর কেউ জজ মিয়া নাটক দেখতে চায় না।

নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, সামগ্রিক দেশের প্রেক্ষাপটে ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে, এ নির্বাচন গণতন্ত্র রক্ষার জন্য, গুম খুন বন্ধ করার জন্য, যদি নির্বাচনে অনিয়ম হয় তাহলে ৩০ তারিখে পর জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জেএসডি কার্যকরী সভাপতি সা. কা. ম. আনিসুর রহমান খান, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

-জেডসি