ঢাকা, মঙ্গলবার ০১, এপ্রিল ২০২৫ ১৮:৪২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের ছুটিতে জনশূন্য ঢাকার রাজপথ ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬ ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৩৪ জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

আজ খোলা থাকছে সরকারি চার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে আজ শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) গত বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে আজ সীমিত সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন করবে। তবে অফিসের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদা নামাজের বিরতি থাকবে।

এছাড়া, ছুটির দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

সম্প্রতি, কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নির্দেশনা দিয়েছে, যেখানে বলা হয়েছে—ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনেও তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ এবং রফতানি বিল বিক্রির সুবিধার্থে ২ দিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখা আজ শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার (২৯ মার্চ) খোলা থাকবে।