আজ বিকেলে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে যাত্রা করে।
এদিকে চিকিৎসক ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমানসহ ১৫ জন খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন।
দলটির নেতারা জানিয়েছেন, সরকারি কোনো পদে না থাকলেও খালেদা জিয়াকে হিথরো বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দেওয়া হবে। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজারো নেতাকর্মী। এদিকে সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার।
লন্ডন থেকে তিনি কবে দেশে ফিরবেন, তা নিশ্চিত না হলেও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, উন্নত চিকিৎসায় খালেদা জিয়া কত দিন বিদেশে থাকবেন, তা দেশি-বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বলতে পারবে। বোর্ড যেভাবে পরামর্শ দেবে, সেভাবে চিকিৎসা কার্যক্রম চলবে। তিনি লিভারসহ নানা জটিলতায় আক্রান্ত।
তিনি জানান, লম্বা চিকিৎসা নিতে দেড়-দুই মাস সময় লাগতে পারে। তবে এর আগেই তিনি সুস্থ হয়ে গেলে দেশে চলে আসবেন। আর বিদেশে চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
এদিন ঘোষিত কর্মসূচি না থাকলেও তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর ছাড়িয়ে উত্তরা পর্যন্ত সড়কের দু’পাশে লাখো নেতাকর্মী জড়ো হন। এতে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত তীব্র যানজট হয়। এ কারণে খালেদা জিয়ার নির্ধারিত ফ্লাইট সোয়া এক ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে।
বিএনপি নেতারা জানিয়েছেন, হিথরো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’-এ নেওয়া হবে। সেখানকার চিকিৎসকরা সুপারিশ করলে পরে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ২০০৭ সালে কারাবন্দি দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর চেষ্টা করেছিল তৎকালীন সেনা-সমর্থিত সরকার, যা ‘মাইনাস টু ফর্মুলা’ নামে পরিচিত। সে সময় শেখ হাসিনা প্যারোলে মুক্তি নিয়ে বিদেশ গেলেও, দেশে থাকার সিদ্ধান্তে অনড় ছিলেন খালেদা জিয়া।
- সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার
- লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল
- ফ্ল্যাট কেলেঙ্কারির পর প্রথম প্রকাশ্যে টিউলিপ
- আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন
- একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা
- লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু
- সাভারে বাস-অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪
- রেস্তোরাঁ স্টাইলের `প্রন ককটেল` বাড়িতেই তৈরি
- লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
- কোন নায়িকার জন্য ব্যাচেলর রইলেন রতন টাটা!
- ৬ ঘণ্টারও বেশি সময় ধরে মহাকাশে হাঁটবেন সুনীতা
- দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি
- সাফারিকালে গন্ডারের সামনে ছিটকে পড়ল মা-মেয়ে!
- লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
- বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির
- আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
- নব আলো সাহিত্য সংহতির ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক হলো
- আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস, গুড়
- চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত
- আবার প্রেমে পড়েছেন পরীমণি?
- সবজি ও মুরগির দাম কিছুটা কমেছে, চাল-আলুর দাম বাড়তি
- কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
- খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
- সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার
- ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
- নক্ষত্র ও নীলকণ্ঠ পাখি/ আইরীন নিয়াজী মান্না
- খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের উপদেষ্টার সাক্ষাৎ