ঢাকা, সোমবার ২৪, ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাভারে দগ্ধ নারী-শিশুসহ ৬ জন জাতীয় বার্নে ভর্তি চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই: আপিল বিভাগ আইনি সহায়তা দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ আবার মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘আওয়ামী লীগের যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব’ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট!

আবার মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা

বিনোদন ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নব্বই দশকের ঢালিউড সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহ সিনেমা ইন্ডাস্ট্রিতে ধূমকেতুর মতো  আবির্ভূত হয়েছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছিলেন। হয়ে উঠেছিলেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক। ফ্যাশন, স্টাইল, সংলাপ ও সাবলীল অভিনয়ে অনন্য ছিলেন সালমান শাহ।

১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি। সোহানুর রহমান সোহানের পরিচালনায় দেশের চলচ্চিত্রপ্রেমী পেয়েছিলেন দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ সুপারহিট সিনেমা হিসাবে উপহার দেন। পরে ক্ষণজন্মা সালমান খান অনেক নায়িকার সঙ্গেই হিট সিনেমা উপহার দিলেও সেরা জুটিটি গড়ে উঠেছিল জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাধিক সিনেমাও শাবনূরের সঙ্গেই। তার মধ্যে অন্যতম হিট সিনেমা ‘জীবন সংসার’।

গল্প, নির্মাণ, গানে-অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। সিনেমাটিতে সালমান-শাবনূরের সঙ্গে সাদাকালো যুগের হিট জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময় ব্যবসা সফল হয়েছিল।

দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন এবং ভালোবাসেন। তাকে নিয়ে গর্বও করেন। তারা প্রায়ই সামাজিক মাধ্যমে আক্ষেপ করেন— সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেননি বলে। তাদের জন্য নতুন করে ‘জীবন সংসার’ মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিটিও মুক্তি দিয়েছিলেন। 

বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে।’