আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজ, আসছেন কয়েকজন নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজ, আসছেন কয়েকজন নারী
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির খালি থাকা ৩৯টি পদে মনোনীতদের নাম ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। সম্মেলনে ঘোষিত আংশিক কমিটির মতোই চমকহীন হতে পারে এই ৩৯ পদও। সূত্রমতে, এই পদগুলোয় ঘুরেফিরে পুরনোদেরই ঠাঁই হচ্ছে। অবশ্য নতুন কয়েকজন নারীনেত্রী আসতে পারেন।
নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক সংগঠনে নারীর সংখ্যা ৩৩ শতাংশ করার বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে আওয়ামী লীগে কয়েকজন নারীনেত্রীকে কেন্দ্রীয় কমিটিতে আনা হচ্ছে। বর্তমানে দলটির নেতৃত্বে ২৩ শতাংশ নারী রয়েছে।
আওয়ামী লীগ ও গণভবন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি, শহীদ মেজর খালেদ মোশারফের মেয়ে মাহজাবিন খালেদ, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আমেনা বেগম কোহিনূর, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখের নাম নতুন নেতৃত্বের তালিকায় রয়েছে।
গত ২১ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নবমবারের মতো দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে, দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ পদের মধ্যে ৯টি সম্পাদকীয় ও দুটি উপসম্পাদকীয় এবং ২৮ সদস্য পদসহ ৩৯টি পদ এখনো খালি।
খালি থাকা ২৮টি কেন্দ্রীয় সদস্যপদে কারা আসবেন তা নির্ধারণ করার জন্য গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে নবনির্বাচিত সভাপতিম-লীর প্রথম সভা হয়। সভার শুরুতে দলের সভাপতিম-লীর সদস্যদের কাছ থেকে কেন্দ্রীয় সদস্য পদে প্রস্তাব চান শেখ হাসিনা। কিন্তু তারা কেউ কোনো প্রস্তাব না করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর আস্থা রাখেন। সভাশেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে ২৬ ডিসেম্বর। নতুন করে আওয়ামী লীগে কেন্দ্রীয় নেতৃত্বে কারা আসছেন এ বিষয়ে তিনি বলেন, বেশ কয়েকজন আসবেন তবে পুরনোদের থাকার সম্ভাবনাই বেশি।
মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন, তাদের কেউ কমিটিতে আসবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটা নিয়েও সভায় আলোচনা হয়েছে। আমাদের সভাপতিম-লীর সদস্যরা দলের সভাপতি শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন। আশা করছি, তিনি বুধবারের মধ্যে বিষয়টি চূড়ান্ত করবেন।
সভাসূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় আছেন তাদের কারও এবারের কমিটিতে থাকার সম্ভাবনা কম। শেখ হাসিনা এ বিষয়ে সরাসরি কিছু না বললেও মন্ত্রিসভায় থাকা নেতাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বে রাখার বিষয়ে যে আগ্রহ নেই তা অনুমান করা গেছে।
জানা গেছে, খালি থাকা তিনটি সাংগঠনিক পদের একটিতে একজন নারী সদস্য আসতে পারেন। বাকি দুটি পদ গত কমিটিতে থাকা দুজন নেতাকে পদোন্নতি দিয়ে পূরণ করা হতে পারে। ৯টি সম্পাদকীয় পদে তিনজন নতুন নেতার ঠাঁই হতে পারে। বাকি তিনটি সম্পাদকীয় পদ গত কমিটি থেকে পদন্নোতি দিয়ে পূরণ করা হতে পারে। আর যে দুটি উপসম্পাদকীয় পদ রয়েছে তার একটি পদে পরিবর্তন হতে পারে।
- সৈকতের পার দখল-উচ্ছেদ ‘টম অ্যান্ড জেরি’র মতো চলছে
- ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের ওপর বোমা হামলার হুমকি
- জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি
- সমন পেয়ে আদালতে ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মির আত্মসমর্পণ
- সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ
- কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ১ ডিসেম্বর
- ৮ দফা অস্ত্রোপচারের পর ঘরে ফিরেছে জোড়া শিশু নুহা-নাভা
- বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর
- আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
- তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে
- শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হবে: ড. ইউনূস
- আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের
- মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে: ফরিদা আখতার
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- ‘রিমান্ড’-এ মম
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- এইচএসসির ফল দেখবেন যেভাবে
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে
- বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন বার্তা