ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৯:৪৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা বলয় তৈরি করতে হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.শামসুল হক টুকু এমপি বলেছেন, হিন্দু ধর্মালম্বি¦দের আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব।   
এদেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক পরিবেশ তৈরির দায়িত্বও আমাদের সবার। মন্দিরের নিরাপত্তার স্বার্থে মাদকাসক্ত কাউকে দায়িত্ব দেয়া যাবে না।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সকলের সমান অধিকার রয়েছে। এদেশ অসম্প্রদায়িক দেশ।
আজ বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পুজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সাঁথিয়া শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, শ্রমিকের ঘামে ও শ্রমে এদেশের উন্নয়ন হয়। তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে মালিক পক্ষকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় কৃষক, শ্রমিক ও শোষিতের পক্ষে ছিলেন।
ডেপুটি স্পিকার এরপর ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাঁথিয়ার বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১ম স্থানীয় গাইড ক্যাম্প তাবু জলসা অনুষ্ঠানে যোগ দেন।