ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২৩:৪৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত ডেঙ্গু আক্রান্ত ১০ জনের প্রাণহানী কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

ইউটিউব কিডসে বাছাই করা কনটেন্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

শিশুদের জন্য ইউটিউব কিডসের নতুন ভার্সন চালু করবে প্রতিষ্ঠানটি। যেখানে হোয়াইট লিষ্ট অপশনে থাকা যে কোন বিষয় অভিভাবকরা নির্ধারণ করে দিতে পারবেন। আর অ্যালগরিদম অনুযায়ী বাছাইকৃত সেই ভিডিও কনটেন্টগুলো ডিসপ্লেতে ভেসে উঠবে কিংবা দেখা যাবে বলে জানিয়েছে ইউটিউব।

 

জনপ্রিয় ভিডিও শেয়ারিং এই প্লার্টফর্মটির ভাষ্যমতে এই অ্যাপটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে, শিশুরা এটি ব্যবহারকালে তাদের অভিভাবকরা যাতে নিশ্চিত থাকতে পারেন। অভিবাবকরা শান্তি পাবেন এই ভেবে যে, তাদের নির্ধারণ করে দেওয়া ভিডিওগুলোই দেখছে তাদের সন্তানরা। এতে করে ইন্টারনেটের কালো জগত থেকেও নিরাপদ দূরে থাকতে পারবে তাদের সন্তানরা।

 

ইউটিউব কিডসে দেওয়া এই অপশনটি ব্যবহার করে অভিবাবকরা নির্দিষ্ট কিছু শব্দ (কি ওয়ার্ড) নিষিদ্ধ করতে পারবেন। আগে যেমন যৌনতা বা অশ্লীলতা, অপবিত্রতা বোঝায় কিংবা অশালীন কৌতুক এমন ভিডিওগুলো সামনে আসত। নতুন এই অ্যালগরিদমের কারণে এইসব ভিডিও সামনে আসতে প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হবে।

 

গুগল মালিকানাধীন এই ভিডিও শেয়ারের উদ্ভাবনা নিয়ে নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে প্রতিষ্ঠানটি জানায়, ইউটিউব কিডস নিয়ে তারা সব সময় ভাল কিছু করার চেষ্টা করছে। তাই কোন ধরনের গুজব কিংবা ভাবনাচিন্তা থেকে আসা অভিযোগের মন্তব্য করছেন না তারা।

 

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগের জবাবে ইউটিউবের প্রতিষ্ঠাতা অ্যালফাবেট জানায়, গত বছরের নভেম্বরেই এ বিষয়ে একটি নীতিমালা করে বিভিন্ন অ্যাডাল্ট ভিডিও কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ইউটিউবের ভাইস প্রেসিডেন্ট জোহানা রাইট তার এক পোস্টে লেখেন, নিরাপত্তাবিষয়ক নীতিমালার ঘোষণা আসার পর থেকেই সপ্তাহে প্রায় ৫০ টি চ্যানেল ডিলিট করা শুরু করেছে ইউটিউব। একই সঙ্গে প্রায় সাড়ে তিন লাখ ভিডিওতে বিজ্ঞাপন দেওয়াও বন্ধ করে প্রতিষ্ঠানটি।

 

তিনি আরো বলেন, এই ভিডিও কনটেন্ট ও বিজ্ঞাপনগুলো মনিটর করার জন্য প্রায় এক হাজার কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে ।