ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৫:২২:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত ১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হেভিওয়েট ১৩ আসামিকে

ঈদে নিজের মনের মত ঘর সাজাই

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৯ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার

প্রতিবারের মত এবারের ঈদেও সবাই সবকিছুই কেনাকাটা করবে। মাথার ব্যান্ড থেকে শুরু করে পায়ের বাহারি ডিজাইনের জুতা, কোনটাই বাদ যাবে না। যে যত কিছুই করেন না কেন অন্তত ঈদের সময় অনেকেই ঘরের সাজে পরিবর্তন আনতে চান। দিতে চান ঈদের উৎসবের নিউ লুক। ঘরের একেবারে যে আহামরি পরিবর্তন করতে হবে তা কিন্তু নয়।

 

অল্প খরচে টুকটাক কিছু জিনিসপত্র যোগ-বিয়োগ করেই ঘরে আনা যায় নতুনত্ব। এই ছোট ছোট পরিবর্তন আসতে পারে বসার ঘরের কুশন কভার, সোফার কভার, জানালা-দরজার পর্দা, বিছানার চাদর সহ অন্যান্য উপকরণে। ঘরের ভারী পর্দাগুলো পাল্টে ফেলুুন, বদলে যাবে অন্দরের চেহারা। যেহেতু এবারের ঈদ গরমে পড়বে, তাই পর্দায় রাখুন হালকা রং। সে ক্ষেত্রে চোখে স্বস্তি ও শীতলতা দুটিই আাপনার মনে প্রশান্তি এনে দিবে। কাপড়টা অবশ্যই যেন সুতির হয়।

 

বসার ঘরে চমক আনতে বদলে নিন আপনার কুশন কভারগুলো। এখানেও ব্যবহার করুন হালকা রঙের সুতি কাপড়। বাজেট যদি আরেকটু বাড়াতে চান, তা হলে একই সঙ্গে পাল্টে নিতে পারেন সোফার কভারগুলোও। শোবার ঘরের বিছানার চাদরগুলোতে সুতি কাপড়ের প্রাধান্য দিন। নতুনত্বের পাশাপাশি প্রশান্তি ও আরাম পাবেন। ঘরকে যদি আরো সাজাতে চান তাহলে দেয়ালে টাঙিয়ে নিতে পারেন বড় কোনো ছবি, নকশি কাঁথা কিংবা সুন্দর কোনো ভাস্কর্য। বসার ঘরে যোগ করতে পারেন একটি ডিভান, ছোট-বড় বিভিন্ন ল্যাম্পশেড কিংবা বড় কোনো ফুলের টব। এতে ঘরে অন্যরকম একটা সতেজ ভাবও কাজ করবে।

 

রাজধানীর বিভিন্ন শোরুমে গিয়ে দেখা গেল, ঈদ উপলক্ষে কুশন কভার, পর্দা, বেড কভার ইত্যাদির প্রচুর সংগ্রহ এসেছে। মূলত দেশি ঢঙে অনুপ্রাণিত হয়ে ব্লকপ্রিন্ট, বাটিক, হাতের কাজ, কাটওয়ার্ক ইত্যাদি কাজ বেশি দেখা গেল।

 

ইন্টেরিয়র ডিজাইনার সালেহা বেগমের মতে, পরিপাটি ও নান্দনিকতার সঙ্গে ঘর সাজাতে খুব বেশি খরচের প্রয়োজন হয় না। তাঁর নিজের ঘরটিই খুব বেশি বড় নয়, তবে ছোট পরিসরের মাঝেই তিনি কম খরচে বেশ চমৎকারভাবে ঘরটিকে সাজিয়েছেন। দেয়ালের রঙে প্রাধান্য দিয়েছেন সোনালি, কমলা ও হালকা কফি রং। ঘরের পর্দা, বিছানার চাদর, কুশন কাভারের ক্ষেত্রে দেশি জিনিসপত্রের পাশাপাশি তিনি বিদেশি জিনিসও ব্যবহার করেছেন। এই সময়টায় সুতির উজ্জ্বল ও হালকা রঙের বিভিন্ন শেডের টাইডাই, বাটিক কিংবা গামছা চেকের কাপড় দিয়ে পর্দা, চাদর ইত্যাদি তৈরি করা যেতে পারে। লেবু রং, নীল, সিগ্রিন-এই রংগুলোর সঙ্গে ইট লাল, সাদা, চাঁপা সাদা রংগুলো ভালো মানাবে।

 

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল, ঢাকা নিউমার্কেট, ধানমন্ডির আনাম প্লাজা, রাপা প্লাজা, গুলশান ডিসিসি মার্কেট প্রভৃতি জায়গায় ঘর সাজানোর নানা উপকরণ, কুশন কভার, বেডশিট, পর্দা ইত্যাদির বিশাল সংগ্রহ পাবেন। এর মধ্যে কুশন কভারের দাম পড়বে ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত। বেডশিটের ক্ষেত্রে ৮০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। পর্দার দাম পড়বে ৮০০ থেকে শুরু করে ২২০০ টাকা পর্যন্ত। এ ছাড়া ওয়াল আর্টের দাম পড়বে ৪ হাজার টাকা থেকে শুরু করে ১১ হাজার টাকা পর্যন্ত। ল্যাম্পশেডের দাম ২০০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকা পর্যন্ত। তাই আর দেরি কেন, আজ থেকেই শুরু করুন কেনাকাটা ।