ঢাকা, রবিবার ০৮, সেপ্টেম্বর ২০২৪ ৭:২০:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নামছে বন্যার পানি, বাড়ছে নদীভাঙন কুমিল্লায় বন্যায় ১১০০ কিলোমিটার পাকা সড়কের ক্ষতি যে কারণে বাড়ছে চালের দাম গাজায় টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলা:নিহত ২৭ শুল্ক কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ জনের প্রাণহানী

ঈদের দিন যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৬ জুন ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্ষা মৌসুমের শুরুতেই সোমবার (১৭ জুন) সারাদেশে পালিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ওইদিন ঈদ জামাত কিংবা পশু কোরবানির সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলের মধ্যে রয়েছে এক ধরনের দু:শ্চিন্তা। 
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন রোববার (১৬ জুন) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা বাতাসসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই তিন বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।