উদ্যোক্তা মিতাশা রহমানের সফলতার সাতকাহণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার
মিতাশা রহমান খান।
মিতাশা রহমান খান। কুমিল্লায় জন্ম, পড়াশোনা করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজে। তিনি পড়েছেন মনোবিজ্ঞান বিভাগে। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও ফ্যাশন নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন। আর তাই পাশ করার পর কাজ করেছেন ফ্যাশন হাউস এবং হিজাব নিয়ে। অনলাইনে তার জমজমাট ব্যবসা।
এসব ছাড়াও আরো একটি উদ্যোগ নিয়েছেন মিতাশা। নাম ‘ফ্রেশ অ্যান্ড হেলদি’। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় একটি শো-রুমও রয়েছে তার। এছাড়া হিজাব বিক্রি করেন অনলাইনেও। অনলাইনে ‘হিজাব শপ অনলাইন স্টোর’ নামে ফেসবুক পেজ থেকেও বিক্রি করেন হিজাব। তবে ব্যবসার শুরুটা মোটেও সহজ ছিলনা মিতাশার জন্য।
মিতাশা বলেন, আমি অনলাইন বিজনেসের যাত্রা শুরু করি ২০১৪ সালে। কিন্তু শুরুটা অত সহজ ছিল না। অনার্স প্রথম বর্ষে পড়ার সময় শখের বশে অনলাইন ব্যবসা শুরু করি। কিন্তু সে সময়ই পরিবারের চাপে আমাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। শুরু হয় দাম্পত্য জীবন। কিন্তু আমার মন মানছিল না।
তিনি বলেন, শুরুতে খুব মন খারাপ হত। ভাবতাম হয়ত জীবনে আর কিছুই করা হবে না। অথচ সবসময় আমার ইচ্ছে ছিল নিজে কিছু করব। নিজে অর্থ উপার্জন করব। কারো মুখাপেক্ষী হতে আমার কখনোই ভালো লাগেনি। বিয়ের কিছু দিন পর পড়াশোনা এবং ঘরের কাজের ফাঁকে অবসরে কিছু করবেন ভেবে একটি ফেসবুক পেজ খুলি। হাতে তৈরি কিছু কাজের মাধ্যমে শুরু হয় যাত্রা।
তিনি বলেন, শুরুতে খুব একটা সাড়া পাইনি। কিন্তু মাস কয়েক পর আস্তে আস্তে সাড়া পেতে থাকি। এতে উৎসাহ বেড়ে যায়। স্বপ্ন দেখতে শুরু করি। ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি। ব্যস্ততা বাড়তে থাকে। পরে এ শখের স্বপ্ন পেশা থেকে নেশা, ধ্যান-ধারণায় রূপ নেয়। আমার এই উদ্যোগের নাম ‘ফ্রেশ অ্যান্ড হেলদি’। এখানে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়।
মিতাশা বলেন, আমার জন্মস্থান কুমিল্লা। আর তাই শুরুটা করি নিজ জেলার ঐতিহ্যবাহী ‘রসমালাই’ দিয়ে। এসময় বেশ সাড়া পাই। উৎসাহ বেড়ে যায়। এরপর আস্তে আস্তে অন্য জেলার বিখ্যাত সব খাবার বিশেষ করে সুন্দরবনের খাঁটি মধু, সিরাজগঞ্জের ঘি, বগুড়ার দই আর ঘানিতে ভাঙ্গা সরিষার তেলও বিক্রী করতে থাকি। এসব খাবার আইটেমে আমি প্রচুর সাড়া পাই। নিজ এলাকার পাশাপাশি অর্ডার আসতে থাকে বাইরের জেলা থেকেও। চেষ্টা করেছি নিষ্ঠা এবং সততার সাথে এসব অর্ডার সাপ্লাই দিতে যাতে গ্রাহকরা খুুশি হন।
তিনি বলেন, খাবারের পাশাপাশি আমি ‘হিজাব শপ অনলাইন স্টোর’ নামে আর একটি পেইজ খুলি। এখান হতে তিনি বিভিন্ন এলাকার তৈরি শাড়ি, জামা আর হিজাব বিক্রি করেন। এখানেও শুরুর দিকে খুব বেশি সাড়া না পেলেও পরে বিক্রি আস্তে আস্তে বাড়তে থাকে।
তিনি বলেন, দুই ব্যবসাতে সাফল্য পাওয়ায় এখন আমি ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। মূলত এটি এখন ব্যবসার পাশাপাশি আমার নেশাও। হিজাব স্টোরে দেশীয় কাপড় ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমদানীকৃত বেশ কিছু পণ্য পাওয়া যায়। এরমধ্যে রয়েছে থ্রি-পিস, ওড়না এবং আন্ডার গার্মেন্টস।
মিতাশা বলেন, ‘আমার এই ব্যবসার বয়স প্রায় ছয় বছর। আমার পরিবার আমাকে সমর্থন না দিলে এতদূর আসা হতো না। মূলত আমার স্বামী এবং আমার পরিবারের কারণে এতদূর আসতে পেরেছি। তারা সবসময় আমাকে সমর্থন আর সাহস যুগিয়ে এসেছে এবং পাশে থেকেছেন।’
উদ্যোক্তা মিতাশা বলেন, ‘আমি ২০১৯ সালে নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছি। সেটা ছিল আমার উদ্যোক্তা-জীবনের সেরা মুহূর্ত।’
- আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি
- শিশুর পুষ্টির ঘাটতি মেটায় যে ৫ ফল
- শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না যে কারণে
- যেমন থাকবে আজকের আবহাওয়া
- চরাঞ্চলে উঠছে কাঁচা মরিচ, কমছে দাম
- রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
- মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
- ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী
- প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত
- বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
- আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে
- সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
- ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে