ঢাকা, বুধবার ১২, মার্চ ২০২৫ ৭:৪৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাগুরার সেই শিশুটির অবস্থার আবারও অবনতি এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা দেশে কিডনি রোগে আক্রান্ত ৩ কোটি ৮০ লাখ মানুষ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা আউটডোর ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ আজ গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এই সময়ের অাদুভাই

ইকবাল বাবুল | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

চটপটে সে ভীষণ রকম
নয় মোটে সে ধীর স্থির
বলতে গেলে শেষ হবে না
তার যতোসব ফিরিস্থির।


রাত বা কী ভোর হৈ হুল্লোড়
মাথায় তোলে ঘরবাড়ি
খেলতে গেলেই খেলায় মজে
চায় নাতো আর পড়বারই।


পড়তে বসে ঝিমোয় খালি
পড়তে গেলেই ঘুম আসে
মায়ের থেকে মার না খেয়ে
আর খাবে কি চুমা সে?


তিনদিনেও একটি পড়া
হয় না শেখা তার তো
কিনতু পড়ায় মন দিলে তো
শিখতে ঠিকই পারতো।


লিখতেও সে ভুল করে যায়
ভুল করে সেই বানানেই
ভুল কেনো হয় জানতে গেলেই
বলবে হেসে - জানা নেই।


পাইনে ভেবে এমন করে
কী লিখে সব ছাইপাশ
এইতো এবার বার্ষিকিতে
করলো না সে তাই পাশ।


খুব বকেছে মা-বাবা তাই
খুব বকেছে দাদুভাই
সবাই তাকে নাম দিয়েছে
এই সময়ের আদু ভাই।