ঢাকা, সোমবার ০৭, এপ্রিল ২০২৫ ১৯:৩৩:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লা*শের পরিচয় মিলেছে রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ১ গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট

এবার ফ্ল্যাট বিক্রি করলেন শাহরুখ-গৌরী দম্পতি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড বাদশা শাখরুখ খান। গেল বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ ‘ডানকি’র মতো সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন এই নায়ক। শুধু বলিউড নয়, সারা বিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি আছে তার। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে রাজা হয়ে আছেন এই নায়ক।

এদিকে শাহরুখপ্রেমীদের কাছে মান্নাত অনেকটা মন্দিরের মতো। কেননা ওই বাড়িতে বি-টাউনের শাহেনশাহর বাস। প্রতি উৎসবে প্রিয় তারকাকে একনজর দেখতে বাড়িটির সামনে এসে ভিড় জমান অনুরাগীরা। কিছুদিন আগে  সপরিবারে বাড়িটি ছাড়ছেন কিং খান।

দীর্ঘদিনের পুরনো এই বাড়িটি সংস্কার হবে বলে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় অ্যাপার্টমেন্টের চারতলা লিজ নিয়েছেন অভিনেতা। তবে এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, মুম্বাইয়ের দাদর এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন শাহরুখপত্নী গৌরী।
 
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ‍অনুসারে, ২০২২ সালের আগস্ট মাসে মুম্বাইয়ের দাদর এলাকার পশ্চিমে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন গৌরী খান। তখন সাড়ে ৮ কোটি টাকা দিয়ে সেই অ্যাপার্টমেন্ট কিনতে হয়েছিল তাকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার সেই ফ্ল্যাটই ৩৭ শতাংশ মুনাফা তুলে ১১.৬১ কোটি টাকা বিক্রি করলেন গৌরী।

জানা গেছে, সেখানে নাকি দুটি পার্কিং স্পেসও ছিল। সেটাও বিক্রি করে দিয়েছেন বাদশাপত্নী। তবে এই ফ্ল্যাট বিক্রি করার পেছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।

এ বছর ঈদে ভক্তদের দেখা দেননি বলিউড বাদশা। গত জন্মদিনেও মান্নাতের বারান্দায় দেখা যায়নি তাকে। আসলে মান্নাত ছেড়ে অন্যত্র ভাড়া থাকাতেই সেখানে এবার দেখা যায়নি শাহরুখ খানকে। বর্তমানে কোথায় আছেন কিং খান? জানা গেছে, স্ত্রী-সন্তান নিয়ে মুম্ইো খার এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকছেন শাহরুখ। সেই বিলাসবহুল বাংলো ভাগনানি পরিবারের সম্পত্তি।

জ্যাকি ভাগনানির থেকেই সেই বাংলো আগামী ৩ বছরের জন্য লিজ নিয়েছেন শাহরুখ। প্রতি মাসে শাহরুখকে পালি হিলসের এই বাংলোর জন্য ১১.৫৪ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। এছাড়াও ৩২.৯৭ লক্ষ টাকা আগাম দিতে হয়েছে। সেখানেই আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান। যার জন্য প্রতি মাসে ১২ লক্ষ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে। এক্ষেত্রেও ৩৬ লক্ষ টাকা ডিপোজিট দিতে হয়েছে শাহরুখকে। সবমিলিয়ে দুই বাংলোর জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে অভিনেতাকে।
 
২০২৩ সালে পরপর তিনটি ব্লকবাস্টার উপহার দিলেও ২০২৪ সালে কোনও সিনেমা মুক্তি পায়নি শাহরুখের। বর্তমানে ‘কিং’ নামক একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানাকেও। সিনেমাটির শ্যুটিং চলতি বছরের মার্চ মাসে শুরু হয়ে যাওয়ার কথা এবং এটি মুক্তি পাবে ২০২৬ সালে।