ঢাকা, মঙ্গলবার ০৩, ডিসেম্বর ২০২৪ ২২:৪৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা অন্তঃসত্ত্বা ছিলেন সেই তরুণী, বিয়ের চাপ দেওয়ায় খুন করেন প্রেমিক শীতের দাপটে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ভারতে হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

এবার মশা তাড়াবে কলা

লাইফস্টাইল ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মশার প্রকোপ বেড়েই চলেছে। সেসঙ্গে বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। এমন পরিস্থিতিতে কীভাবে মশা থেকে বাঁচা যায় সেই উপায় খুঁজছেন সবাই। বাজারে মশা তাড়ানোর স্প্রে, কয়েল পাওয়া যায়। কিন্তু এসবে থাকে বিপজ্জনক রাসায়নিক যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

এক্ষেত্রে প্রাকৃতিক প্রতিকার অবলম্বন করতে পারেন। তাতে মশা দূর হবে, বিপদও হবে না। কলা দিয়ে কিন্তু মশা তাড়ানো যায়। কীভাবে? চলুন জেনে নিই- 

ঘরের কোণে কলার খোসা 

কলার খোসা মশা তাড়াতে অনেক সাহায্য করে। এজন্য বেশি ঝক্কি পোহানোর দরকার নেই। ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে ঘরের চার কোণায় কলার খোসা রাখুন। এই খোসা থেকে নির্গত গন্ধ মশা তাড়াতে সাহায্য করবে। বাড়িতে শিশু বা হাঁপানি রোগী থাকলে রাসায়নিক মিশ্রিত পণ্য ব্যবহার না করে এই ট্রিকসটি কাজে লাগিয়ে দেখতে পারেন। 

কলার খোসার পেস্ট 

বাড়ির কোনো অংশে যদি খুব বেশি মশার উৎপাত থাকে তাহলে সেখান থেকে মশা তাড়াতে কলার খোসার পেস্টও ব্যবহার করতে পারেন। এজন্য কলার খোসা নিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট সেই স্থানে লাগিয়ে নিন যেখানে মশার উপদ্রব বেশি। এর গন্ধ মশা অনেক কমিয়ে দেবে। 


কলার খোসা পোড়া

মশার যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পেতে চাইলে কলার খোসা পোড়াও ব্যবহার করতে পারেন। কারণ কলার খোসা পোড়ালে তা থেকে নির্গত গন্ধ খুবই অদ্ভুত। এই গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। তবে কলার খোসা পোড়ানোর সময় সতর্ক থাকুন। আর এটি অল্প সময়ের জন্যই ঘরে রাখুন। কেননা এই পোড়া গন্ধ অনেকের অস্বস্তির কারণও হয়।