ঢাকা, রবিবার ৩০, মার্চ ২০২৫ ২০:০৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিয়ানমারে ভূমিকম্প: ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৪ ঈদযাত্রায় সড়ক-নৌ-রেলপথে স্বস্তি মিয়ানমারে নিহত ১৬০০ ছাড়ালো, নিখোঁজ শতাধিক সৌদি আরবসহ ১১ দেশে আজ ঈদ গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ ৩ জনের প্রাণহানী চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে বাহারছড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান।

নিহতরা হলো— একই গ্রামের মনজুর আলমের কন্যা মরিয়ম (১০), ইউছুফ নবীর কন্যা আসমাউল হোসনা রিয়া মনি (৮) এবং জাফর আলমের কন্যা তসলিমা আক্তার (৯)।

স্থানীয়রা জানান, নিহত ওই তিন শিশু সোমবার বিকেলের দিকে মাঠে শাক তোলার জন্য দল বেঁধে হাঙ্গর খালের পশ্চিম মাথা সংলগ্ন পুকুরে নামে। এসময় পুকুরে পানির গভীরতা বেশি হওয়ায় তারা আর উঠতে পারেনি। পানির গভীরে ডুবে তাদের মৃত্যু হয়।

এদিকে, এই শিশুরা দীর্ঘ সময় ধরে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজ খবর নিতে থাকেন। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুকুরে জাল দেয়। এসময় জালে তিন শিশুর মরদেহ উঠে আসে।

স্থানীয় জনপ্রতিনিধি আলমগীর তাজ জনি জানান, দুর্ভাগ্যবশত পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।