ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৯:০৫:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

কত সহজ এ জীবন?

আসমা আক্তার | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

আমরা জীবনকে সহজ করতে চাই। কিন্তু তার কতটা করতে পারছি আসলে? সারাক্ষণ আতঙ্ক আর দুঃশ্চিন্তা যেন তাড়িয়ে বেড়ায় সকলকে! রাতে ঘুমাতে যাই মনে আশা নিয়ে সকালটা যেন ভাল হয়! সকাল হতেই শুনি অবুঝ একটি শিশু ধর্ষিতা হয়েছে কোন মানুষরুপী হায়েনার দ্বারা! শিশুটির কি দোষ খুঁজে পাই না! কোনো হিসেব মিলাতে পারিনা।

 

যখন একজন নারী রাস্তায় চলতে গেলে কেন তার গায়ে হাত দেয়া হয়? খুঁজে পাই না তার কোনো কারণ। তাকে শারীরিক নির্যাতন করা, পুড়িয়ে হত্যা করা, কেন? বাবা তার নিজের মেয়েকে কেন ধর্ষণ করে? খুঁজে পাই না হিসেব, ঘরে বাস করা নারীটি প্রতিদিন তার কাছের মানুষ দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে কেন দিনের পর দিন কাটিয়ে দেয়? কি সমস্যার কারণে বাবা-মার সামনে ছোট্ট মেয়ের মস্তক!

 

প্রতিযোগীতায় মেতে উঠে কতটা উশৃঙ্খল হওয়া যায়। অস্বাভাবিক গাড়ি চালান, ফেসবুকে রাতবিরেতে বিরক্ত করা, হতাশার নামে পরিবারের সাথে দুর্ব্যবহার, এগুলো কি আমাদের প্রতিদিনের চলার সাথি?

 

আপনার এক খণ্ড জমি আছে ওটা আপনার কতদিন থাকবে আপনি জানেন? আপনি কারও উপকার করলেন সে আপনার মাথায় কাঠাল ভাঙ্গবে না তা কি আপনি নিশ্চিত?

 

যারা ধর্ম নিয়ে আছেন তারাও কি সহজ করতে পারছেন জীবনটাকে? তারাও সারাক্ষণ যেন ভাবছেন কখন কোন কারণে নিজে বেহেস্ত পাওয়া থেকে বঞ্চিত হন!

 

সবচেয়ে বড় কথা আমরা যে মানুষ সে কথাটি ভুলে যাচ্ছি আমরা। আসলে আমরা মানুষ না হয়ে বড়লোক হতে চাই! অনেক সম্পদ চাই! হাতের মুঠোয় রাখতে চাই সকল আনন্দ! কীভাবে পেলাম সেটা বিষয় না। পেতে হবে এটাই বিষয়। হোক তা সম্পদ, হোক তা নারী, হোক তা শিশু!

 

হয়তো বলবেন, এ অবস্থাই চলছে বহু যুগ ধরে, তাই মেনে নেওয়াই স্বাভাবিক।

 

জানি না, আসলে এখন কি এটাই স্বাভাবিক?

 

একজন মানুষ কি শুধু নিজের জন্যই? আমাদের প্রত্যেকের মাঝে কি বহু মানুষ বাস করে না? তাদের জন্যে কি কিছুই করার নেই আমাদের?