ঢাকা, বুধবার ২৬, ফেব্রুয়ারি ২০২৫ ৫:৪৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা পিলখানা হত্যার বিচার পেতে অপেক্ষায় আছেন স্বজনরা: প্রধান উপদেষ্টা ‘আইন প্রয়োগে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা’ যেসব এলাকায় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না ৮৫ জন নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনীর শ্রদ্ধা জাতীয় শহীদ সেনা দিবস আজ

করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন-১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কোভিড-১৯-এর নতুন একটি ভ্যারিয়েরন্টর খোঁজ পাওয়া গেছে চীনে, যার নাম জেএন-১। ইতোমধ্যেই চীনের অন্তত সাত জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই উপরূপ পাওয়া গিয়েছে। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক।

সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবার চিনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিভাগের তথ্য দেখিয়ে জানিয়েছে, করোনার জেএন-১ উপরূপে আক্রান্ত চীনের সাত জন। এই মুহূর্তে ওই উপরূপের ব্যাপকতা নেই বললেই চলে। তবে তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই। এই উপরূপের ছড়িয়ে পড়ার ক্ষমতা কেমন, তার উপরে নির্ভর করছে চিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, করোনর নতুন উপরূপ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এর আগে করোনা ভাইরাসের আরও একটি উপরূপের খোঁজ পাওয়া গিয়েছিল। যার নাম বিএ-২.৮৬। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টারের তরফে জানানো হয়েছে, জেএন.১ এবং বিএ.২.৮৬-এর মধ্যে তফাৎ খুবই সামান্য।

চিনে অবশ্য জেএন.১ প্রথম নয়। করোনার এই উপরূপটি প্রথম পাওয়া গিয়েছিল আমেরিকায়। গত সেপ্টেম্বরে তার খোঁজ মেলে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় যে ক’জন কোভিড রোগী এই মুহূর্তে আছেন, তাঁদের ১৫-২৯ শতাংশের দেহে রয়েছে জেএন.১ উপরূপ। ভারতে এখনও পর্যন্ত একটি এই ধরনের রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। গত ১৩ ডিসেম্বর কেরলের এক জনের দেহে মিলেছে নতুন উপরূপটি। কোভিডের মতোই উপসর্গ রয়েছে এ ক্ষেত্রেও। এখনই তা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। সূত্র: আনন্দবাজার